লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে হবিগঞ্জ জেলা সদর থেকে প্রকাশিত পাঠক প্রিয় সংবাদমাধ্যম দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহসান এর পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর অংশ হিসাবে লাখাই উপজেলার বুল্লা, করাব,মুড়িয়াউক ও বামৈ ইউনিয়ন এর হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর পশ্চিম বুল্লা গ্রামের ঋষি পল্লীতে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর সভাপতি আশিক আহমেদ রাজিব, দৈনিক খোয়াই পত্রিকার লাখাই প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন প্রমূখ।
এ সময় ঋষি পল্লীর বাসিন্দা মৃত কানু রবিদস দাস এর স্ত্রী বিধবা গেনিয়া রবিদাস,বিধবা ফুলবাসী রবিদাস সহ স্থানীয় হতদরিদ্রদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।উল্লেখ্য বিধবা গিনিয়া রবিদাস বিগত ৬ মাস পূর্বে ঘরথেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে কোমর ভেঙে শয্যাশায়ী হয়ে অবর্ননীয় কষ্ট ভোগ করছে।খোয়াই পরিবারে পক্ষে এ উপহার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত।