কামরুজ্জামান আল রিয়াদ:
দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আগামী ১২ এপ্রিল দুবাই স্টেডিয়ামে সেখানকার একটি স্থানীয় দলের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, দুবাই প্রবাসী বিজনেস ক্লাবের আমন্ত্রণে আমরা আগামী ১১ এপ্রিল দুবাই যাবো। বিষয়টি নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। এর আগে আমরা ভারতে খেলতে গিয়েছিলাম, এবার দুবাইতে যাবো। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদের, যারা এরকম একটা সুযোগ করে দিয়েছেন।
এর মধ্য দিয়ে আমাদের ছেলেরা মানসিকভাবে চাঙ্গা হবে। বাংলাদেশের ফুটবলও আমাদের দেখে হয়তো আরও বেশি চাঙ্গা হবে। খেলার পাশাপাশি ঈদের সময় প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবো। আমি নিজেই আপনাদের সঙ্গে থাকবো। প্রবাসী যারা আছেন সবাই মাঠে আসবেন এই আশা করি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচিত হওয়ার পরেই তিনি এলাকার উন্নয়নে কাজ শুরু করেছেন।