এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো উন্নয়ন (টিআর) নির্বাচনী এলাকাভিত্তিক ২য় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারী ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এসময় আরও উপস্থিত ছিলেন – শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর সহ আরো অনেকেই।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবু জাহির ১৩ টি প্রতিষ্ঠানে ৮ লাখ টাকার গ্রামীন অবকাঠামো উন্নয়ন (টিআর) চেক বিতরণ করেন।