আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জের পল্লীতে নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে নাছরিন আক্তার নোহা (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। (২৩ জানুয়ারী) মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিদরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নাছরিন আক্তার নোহা ওই গ্রামের মাহমুদ আলীর মেয়ে। সে উপজেলার শাহ তাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায় , মঙ্গলবার সকাল ১০টায় তার মা বাড়িতে ছিলেননা।
দুপুর ১ টায় মা বাড়িতে এসে দেখেন রোমের দরজা ভেতর থেকে আটকানো। দরজা ভেঙ্গে দেখেন মেয়ের মরদেহ তীরের সাথে ঝুলছে। আত্মহত্যার কারন জানা যায়নি।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।