বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে মিশ্র ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।একই জমিতে এক সাথে একাধিক ফসল উৎপাদন করে বেশ লাভবান হওয়ায় এদিকে কৃষকদের আগ্রহ বাড়ছে, পাচ্ছে কাংখিত ফলন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জাত সম্প্রসারন কার্যক্রম এর অংশ হিসাবে বিভিন্ন প্রদর্শনী দিয়ে সহযোগিতা করার ফলে এটি জনপ্রিয়তা পাচ্ছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ ধরনের মিশ্র ফসল চাষাবাদ চোখে পড়ার মতো।
এমনই একজন মিশ্র ফসল চাষী উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের মোঃ খোকন মিয়া।তিনি চলতি মৌসুমে তাঁর নিজস্ব ৩৩ শতাংশ জমিতে বেগুন, লাউ,লালশাক,ঢেঁরস ও মরিচ চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। ইতিমধ্যে লালশাক বিক্রি করেছেন। বেগুন এর বাম্পার ফলন হয়েছে এবং বিপনন শুরু হয়েছে। মরিচও ভালো হয়েছে। ঢেঁঢ়শ এখনো ফলবতী হয়ে উঠেনি। এর পরিচর্যা চলছে।
একজন পরিশ্রমী ও সফল সব্জি চাষি হিসাবে খোকন মিয়াকে সরকারের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল এর প্রদর্শনী দিয়ে সহযোগিতা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ বিষয়ে কৃষক খোকন মিয়ার সাথে আলাপকালে জানান আমি ধান ও সরিষা আবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুম ভেদে শাকসবজি চাষ করে আসছি তবে মিশ্র ফসল চাষ এ মৌসুমে প্রথম বারের মতো আবাদ করেছি। ফলন আশানুরূপ হওয়ায় আমি আনন্দিত। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান আমাকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা করে আসছেন। তাদের অনুপ্রেরণায় আমি এ মিশ্র ফসল আবাদ করেছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান এর সাথে আলাপকালে জানান পূর্বেও কৃষকেরা মিশ্র ফসল আবাদ করতো তবে তা পরিকল্পিত চাষাবাদ ছিলনা।বর্তমানে প্রযুক্তি নির্ভর মিশ্র ফসল চাষে কৃষকদের আগ্রহ বহুলাংশে বেড়ে চলছে এবং তারা লাভবান হচ্ছে। এক্ষেত্রে একটি জমিতে একটি মাত্র ফসল চাষে কৃষকদের কোন কোন সময়ে রোগবালাই এর কারনে ক্ষতির সম্ভাবনা রয়েছে কিন্তু মিশ্র ফসল এর ক্ষেত্রে একটি ক্ষতি সাধন হলে অন্যটির মাধ্যমে তা পুষিয়ে নিতে পারে।তাছাড়া একাধিক ফসল চাষে পর্যায়ক্রমে ফসল উৎপাদন করে শস্যের নিবিরতা নিশ্চিত করতে পারে।