প্রেস বিজ্ঞপ্তি:
টানা চতুর্থবারের মতো নির্বাচিত হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষক- কর্মচারী ও গভর্ণিং বডির সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি আবু জাহিরের বাসভবনে কলেজের প্রতিনিধিবৃন্দ এ সাক্ষাতে মিলিত হন। এ সময় কলেজের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে এমপি আবু জাহির কলেজের সমস্যাদির কথা শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গভর্ণিং বডির দাতা সদস্য ইদ্রিস মিয়া, অভিভাবক সদস্য সার্জেন্ট (অব)শাহজাহান মিয়া, আব্দুল কাদির আসাদ, প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মো. শাহীন মিয়া, প্রভাষক কাজী শেফা, প্রভাষক আরিফুর রহমার, সহকারী শিক্ষক ইমরানুল হক শাকিল, হিসাব রক্ষক রুবেল মিয়া, অফিস সহকারী রেহান শাহ।