নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের উল্লেখিত গ্রামের আব্দুল কাইয়ুম পারিবারিক কলহের জের ধরে রবিবার সকালে বিষ পান করেন। আত্মীয়-স্বজন তাকে দ্রুত প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার অবস্হার অবনতি হলে পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচ টায় ওই ব্যক্তি মারা যান।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই রুবেল চন্দ্র দাস লাশের সুরতলের রিপোর্ট তৈরি করেন এবং লাশ মর্গে প্রেরণ করেন।