এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরাতন খোয়াই নদীর বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্তকরণ কার্যক্রম শুরু করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
দেশ ও দেশের বাহিরে সমানতালে আলোচিত উচ্চ আদালত ও ফুটবল মাঠে সাফল্যের পর ভোটযুদ্ধে নামেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভাবে আলোচিত ও পরিচিতি লাভ করা সুমন বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে স্থানীয় আওয়ামী লীগের সদস্য দায়িত্ব পালনসহ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর কাছে পাত্তাই পাননি টানা দু’বারের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।প্রথম বারেই ঈগল প্রতীক নিয়ে পরাজিত করে ইতিহাস সৃস্টি করেন সুমন এমপি।
বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার পর লাখো ভক্ত, অনুসারী ও শুভ্যানুধায়ী উদ্দ্যেশে মধ্য বাজার মুক্তিযোদ্ধা চত্বরে এসে পথসভা বক্তব্যে তিনি পৌরবাসীসহ সমর্থকদের উদ্দেশ্য পুরাতন খোয়াই নদী বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্ত চুনারুঘাট উপহার দেওয়া সহ স্বপ্নের কথাগুলো শেয়ার করেন।
আজ (১৪ই জানুয়ারি) সকালে জনগণের ভোটের দায় মেটাতে যে ইতশেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করতে শপথ পাঠের পর এলাকায় প্রথম পুরাতন খোয়াই নদী বর্জ্য এ দুর্গন্ধ মুক্তকরণ শুরু করেন বলে জানান। তিনি আরও বলেন, আমার বিশ্বাস; আগে নিজ তাগিদে যেভাবে সফল হয়েছি, এবার জনগণ দায়িত্ব দিয়েছে তাই আরও বেশি করবো ইনশাআল্লাহ।