মোহাম্মদ আলী সরকার ,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরান বাজার নতুন ব্রীজ সড়কে ও পুরান বাজার শায়েস্তাগঞ্জ সড়কে ফুটপাতে উভয়দিকে একশ্রেণীর ব্যবসায়ীরা তাদের নিজের ব্যবসার স্বার্থে দখল করে নিয়েছে।
কেউ কেউ রাস্তার উপর গাড়ির গ্যারেজ তৈরি করেছে আবার, কেউ কেউ রাস্তার উপর একচালা টিনের চাল নির্মাণ করে দখল করে নিয়েছে।এতে করে শায়েস্তাগঞ্জ পুরান বাজার নতুন ব্রিজ সড়কের উভয় পাশে যান চলাচল ও জন চলাচলের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
তাছাড়া এক শ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ীরা এই ফুটপাত দখলের কারণে সড়কের উভয়দিকে নিরাপদে চলাচল করতে পারছেনা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও পথচারীরা। জন চলাচলে ও যান বাহন চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি ।যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সচেতন মহল এই ভোগান্তি থেকে রেহাই পেতে ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে এ ব্যাপারে দায়িত্বরত উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ।তাছাড়া ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের রয়েছে নানা অভিযোগ।
এ ব্যাপারে আলাপকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: তাহির মিয়া বলেন, শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় সড়কের উভয় দিকে ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে পৌর পরিষদের পক্ষ থেকে বহুবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু যখন অভিযান পরিচালনা করা হয় তখন কিছু দিনের জন্য রাস্তার উপর উভয়দিক নিরাপদে থাকে।
কিন্তু পরবর্তীতে আবারো তারা ফুটপাত দখল করে বসে থাকে।
এতে করে সড়কের উভয়দিকে জীবনের ঝুঁকি নিয়ে পথচারী সহ নানা পেশা শ্রেণীর মানুষ চলাচল করে থাকেন । নিরাপদে যানবাহন ও চলাচল করতে পারছে না । ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখলে এই সমস্যা দিন দিন বাড়বেই। তিনিও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।