মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে :-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বুধবার (১০জানুয়ারি) সকাল ১০টার দিকে শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত এবং স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান স্পিকার। সকাল ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম।
শপথ নেয়ার পর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সেখানে সর্বসম্মতিতে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল হক টুকু।
উল্লেখ্য,নবনির্বাচিত সংসদ সদস্য তরুণ রাজনীতিক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল মরহুম সাবেক ২ বারের এমপি অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এঁর (স্যার) ছেলে।