নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বিলাত প্রবাসী এডভোকেট মীর গোলাম মোস্তফা ও সাবেক যুগ্ম সম্পাদক লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি প্রকৌশলী ফখরুল আলম কে নিয়ে অন্তরঙ্গ আড্ডা অনু্ষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় অন্তরঙ্গ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা,লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফখরুল আলম।
অন্তরঙ্গ আড্ডায়- বক্তব্য, স্মৃতিচারণ,গান ও কৌতুক পরিবেশনে সন্ধ্যাটি ছিল মুগ্ধতায় ভরা।
প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা- অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাঁর সাংবাদিকতার সূচনাকালে স্হায়ী বিভিন্ন সংবাদ পত্রে ও মিডিয়া ব্যক্তিত্বের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। বিশেষ করে তৎকালীন সময়ে শায়েস্তাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে কর্মজীবনে পথচলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনারও স্মৃতিচারণ করেন।
তিনি আরও বলেন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যদের ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের কারণে আমাদের এই প্রেস ক্লাব আগামীতে আরো এগিয়ে যাবে।
অন্তরঙ্গ আড্ডার আয়োজক এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একটি অন্তরঙ্গ আড্ডায় এখানকার পুরনো বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং এই সন্ধ্যা আমার জীবনের স্মরণীয় একটি হয়ে থাকবে।
আড্ডায় উপস্থিত ছিলেন – শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, সাবেক সভাপতি আসম আফজল আলী, রেলওয়ে পুলিশ ফাড়ির আইসি মীর সাব্বির আহমেদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাবেক সাধারন সম্পাদক হারুন সাই, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক সহ-সভাপতি সমীরন চক্রবর্তী শংকু, নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হক রেনু, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, সৈয়দ ছয়ফুর রহমান, শাহ মোস্তফা কামাল, সাইফুল ইসলাম সাজু,সত্যজিত বসাক,আব্দুল খালেক, আব্দুল আহাদ প্রমুখ।
আড্ডা শেষে বিলাত প্রবাসী অতিথিদের ক্রেষ্ট ও মগ উপহার দেয়া হয়।