নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও (প্রহরী) আব্দুল রহিম (কালা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৯ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৬ টা ২০ মিনিটে উপজেলার নূরপুর গ্রামে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আজ মঙ্গলবার বাদ আসর নূরপুর হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ, মরহুম আব্দুল রহিম (কালা মিয়া) তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
কালা মিয়া’র’ মৃত্যুতে এক শোকবার্তায় নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষকবৃন্দ, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু সহ এলাকার মুরুব্বীয়ান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।