নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন রবিবার সকাল ৮ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিকেল পৌনে ৫ টায় গন্ধ্যা পূর্ব মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজার নামাজে অংশ গ্রহন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সালেহ আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়সল শােয়েব, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,সাংবাদিক আলাউর রাহমান, আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মিজান আহমেদ, দলিল লিখক বজলু মিয়া, ফারুক আহমেদ, সাজিদুর রহমান, জাকির হোসেন, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী প্রমূখ।
জানাজার নামাজ শেষে মরহুমকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক তোফাজ্জল হোসেন এর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। মরহুম তোফাজ্জল হোসেন সর্বশেষ সিলেটের দৈনিক কাজির বাজার পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।