নিজস্ব প্রতিবেদক :
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় “রক্তদান ফাউন্ডেশন” এর ৫ম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়েছে।
৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার পর উপজেলার অলিপুরে সাইন্স ক্লাবের সামনে কেক কাটা,র্যালী ও ব্লাড ডোনেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন – তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন এর এডমিন সাবাঈদ আহমেদ,রায়হান ইসলাম প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম উজ্জ্বল,রুবেল আহমেদ নিলয়, মোহন আহমেদ,ফয়সাল খন্দকার, সুজন দেব,শাকিল আহমেদ মুন্না,জয় হাসান, সাব্বির সহ আরো অনেকেই।