চুনারুঘাট থেকে : চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইল ̄’ গাউছুল আযম জামে মসজিদের বার্ষিক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ আছর থেকে স্থানিয় মসজিদ মাঠ প্রাঙ্গনে এক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ইদিধছ আলী আ১⁄২ুর মিয়ার সভাপতিত্বে ও মসজিদের খতিব মৌলভী নিহাদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন হযরতুল আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদী (কুমিল্লা)। বিশেষ মেহমান হিসাবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন তুর্কী আল কাদেরী, মাওলানা মকসুদ আলী, সাংবাদিক এস. এম. সুলতান খান, হাফেজ ক্বারী জাকির আল হোসাইনী, ক্বারী মামুনুর রশীদ প্রমুখ। মাহফিলে প্রধান অতিথির বক্তবে গাজী মন্নান জিহাদী বলেন, মানব জীবনে সর্বক্ষেত্রে রাসূল (সঃ) এর আদর্শ প্রতিফল ছাড়া পৃথিবীতে শান্তির কোন বিকল্প বেবস্তা নেই। তাই সকলকে ভেদাভেদ ভুলে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে আহলে সুন্নাত ওয়াল জামায়েতর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।