নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বৃহস্পতিবার ৪ আগষ্ট সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের, বুল্লা, মাহমুদপুর, বানেশ্বর, পাটলি গ্রামের তিনি এ আর্থিক চেক বিতরণ করেন। এ সময় ১০টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রদান করা।
উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, প্রাথমিকভাবে মাধবপুর উপজেলার ৫০টি পরিবারের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে সহকারী মোসলেম উদ্দিন, ইউপি সদস্য মোঃ সালাম, মোঃ মতিন, সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া সহ প্রমূখ।