নিজস্ব প্রতিবেদক :
“নিরাপদ মাছে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই থেকে সারাদেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
২৩ জুলাই থেকে শুরু করে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তের আয়োজনে সকাল ১১ টায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা বনি আমিন খান, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, প্রেসক্লাবের সহ -সভাপতি ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হেনা সহ উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।