নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা,এপেক্স, সাগর ভেরাইটিজ ষ্টোরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
মঙ্গলবার (২৯জুন) বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সদ্য যোগদাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস. আই আমীর হামজাসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে । এ সময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্স, সাগর ভেরাইটিজ ষ্টোর, মদিনা এন্টারপ্রাইজসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।