চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাটে ১৪দিন ধরে প্রাইমারী স্কুলের এক ছাত্রী নিখোঁজ রয়েছে।
জানা যায়, গত ২৫মে সকাল ১০টার দিকে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের দিন মজুর মোঃ মফিজ মিয়ার মেয়ে ও চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী রুনা আক্তার (৯) স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গত ১৪দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তার পড়নে প্রিন্টের সেলোয়ার ও কামিজ ছিল। নিখোঁজ রুনার আক্তারের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা অনুমান ৪ফুট, মুখমন্ডল গোলাকার।
অনেক খোঁজাখুজির পর নিখোঁজ রুনা আক্তারের পিতা দিন মজুর মোঃ মফিজ মিয়া গত ৪ জুন চুনারুঘাট একটি সাধারণ ডায়েরী করেছেন। কোন হৃদয়বান ব্যক্তি রুনার খোঁজ পেলে ০১৭৬৪-৪৭৮৪৫৮ মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।