ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউ/পি সাকুয়া গ্রামের রাজু দাশ (২২) কে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কে সিলেটের শীববাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ ও মোগলা বাজার থানা পুলিশ।
পুলিশসুত্রে জানাযায়, নবীগঞ্জের সাকুয়া গ্রামের রাজু দাশের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে দায়ের করা মাদক মামলায় ৬ মাসের দন্ড প্রদান করেন মাননীয় আদালত এর পর থেকে রাজু দাশ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াত, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই চাঁন মিয়ার নেতৃত্ব একদল পুলিশ ও সিলেটের মোগলা বাজার থানার এস আই, সুবীর দাশের সার্বিক সহযোগীতায় সিলেটের শিববাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় ।
রাজু দাশের বিরুদ্ধে মাদক মামলা ও একাদিক মারামারির মামলা নবীগঞ্জ থানায় রয়েছে বলে নিশ্চিত করেছেন, এস আই চাঁন মিয়া, আটক রাজু দাশ সাকুয়া গ্রামের দুলাল দাশের পুত্র।