সাইফুল ইসলাম তালুকদার,চুনারুঘাট প্রতিনিধিঃ প্রাণীপুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নির্বাচিত সংযোগ খামারী ও সুফলভোগী খামারীদের ২দিন ব্যাপী ‘উন্নত জাতের ঘাস চাষ ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।
চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত কর্মশালায় সোমবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, আরো উপস্থিত ছিলেন ডাঃ আকবর হোসেন । চুনারুঘাট উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুর রহমানের উপস্থিতিতে খামারীদেরকে হাতে কলমে উন্নত মানের ঘাস চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
দুই দিন ব্যাপি ঐ প্রশিক্ষণ কর্মসূচীতে চুনারুঘাট উপজেলার ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সোমবার অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।