রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

কুলাউড়ার ৭ ইউনিয়নে সংরক্ষিত আসনে জয়ী হলেন যারা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

up nirbachonএম এ আই সজিব: কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেনন যারা তারা হলেন, বরমচাল ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে শেফালী বেগম (মাইক) ২,০৬৭ ভোট পেয়ে জয়ী হন।

নিকটতম প্রতিদ্বন্দি পারভীন বেগম (সূর্যমুখী ফুল) ৫০৮ ভোট পান।

২নং আসনে ৪ প্রার্থীর মধ্যে শিরিন আক্তার (বই) ১১৯৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি রানু বেগম (কলম) ৮৬৯ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে শেলী আক্তার ১৬৭৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি বাসন্তী গোয়ালা (সূর্যমুখী ফুল) ৮৯৪ ভোট পান।

ভূকশিমইল ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে পিয়ারা বেগম (মাইক) ২১২২ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি সামছুন নাহার (বই) ১০৪৮ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে রুসনা বেগম (বই) ২০২৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নেহারা বেগম (মাইক) ৮৬৩ ভোট পান।

৩নং আসনে ৩ প্রার্থীর মধ্যে হালিমা আক্তার (বই) ১৬৩৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি লাকী বেগম (কলম) ১৪৯৭ ভোট পান।

জয়চন্ডী ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে নাদেরা খানম (মাইক) ২৭১০ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি আলতি রানী বিশ্বাস (বই) ১৯৫৪ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সেলিনা বেগম (বই) ১৫১৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি সাবিত্রী রানী রাজভর (সূর্যমুখী ফুল) ১৩৪২ ভোট পান।

৩ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে আমিরুন নেছা (তালগাছ)২১৭৮ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি কুলছুমা খানম কমলা (বই) ১৪৯৭ ভোট পান।

ব্রাহ্মনবাজারে ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৪ প্রার্থীর মধ্যে পারভীন বেগম (মাইক) ১৭৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম (সুর্যমুখী ফুল) ১৪৫৪ ভোট পান।

২নং আসনে ২ প্রার্থীর মধ্যে সাবিত্রী কানু (বই) ২৭৬৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রাধিকা কৈরী রিপা (তালগাছ) ১৫২৭ ভোট পান।

৩নং আসনে ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম (হেলিকপ্টার) ১৪০১ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শারমিন আক্তার (বই) ১২৩৫ ভোট পান।

কাদিপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৩ প্রার্থীর মধ্যে জেসমিন বেগম (তালগাছ) ১১৬৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমা আক্তার শিপা (সুর্যমুখী ফুল) ৯৫০ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বেদানা বেগম (তালগাছ)২২২২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম ১১৯৭ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে রেখা রানী দাস (বই) ১৩৮২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রায়না বেগম (তালগাছ)১০৬৫ ভোট পান।

কুলাউড়া সদর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে মিনারা বেগম (বই) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি ফেরদৌসী আক্তার (বক পাখি) ১০০৭ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বিন্দা রানী গোয়ালা (তালগাছ) ১১৩৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমিনা আক্তার সেবী (সুর্যমুখী ফুল)৮৫৭ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে বিভা রানী দেবী (বই) ১৭৩৭ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি হাসনা বেগম (তালগাছ)৮১৮ ভোট পান।

র্ধাসঢ়;উৎগাঁও ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৫ প্রার্থীর মধ্যে হেপী বেগম (তালগাছ) ৯১৭ ভোট পেয়ে জয়ী হন।নিকটতম প্রতিদ্বন্দি খতিবুন বেগম (বই) ৬২১ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সমছুন বেগম (মাইক)১৮৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি ফয়জুননেছা (তালগাছ) ১৪২৭ ভোট পান।

৩ নং আসনে ৫ প্রার্থীর মধ্যে কলি রানী চৌধুরী (তালগাছ) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি হালিমা বেগম (বই) ৯২১ ভোট পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!