স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে খেলাধূলায় আরও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল জেলা শহরের জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ সদর উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
সংসদ সদস্য বলেন, খেলাধূলার চর্চা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মাদক থেকে দূরে রাখে। তাই আমাদের সন্তানদের নিয়মিত খেলাধূলা করার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ সময় অতীতের ন্যায় ভবিষ্যতেও হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল।
আয়োজক কমিটির আহবায়ক ও আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন আহমেদ, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার চৌধুরী, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা রওশন সুলতানা, অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
পরে এমপি আবু জাহির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।