বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ জানুয়ারী/২০২৪)উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও পাউবোর কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ড,হবিগঞ্জ এর উপসহকারী প্রকৌশলী আকরাম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় লাখাইয়ের বাঁধ মেরামত এবং নদী/খাল পুনঃ খনন স্কীমের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবনা,লাখাইর হাওরাঞ্চলে জলাবদ্ধতা,জলাবদ্ধতা নিরসনে করনীয়, খোয়াই নদীর বাঁধের লাখাই অংশের বাঁধ পুনরাকৃতিকরন,আগাম বন্যা থেকে হাওরের ফসল রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এল,জি,ই,ডি) এর উপজেলা প্রকৌশলী আখতার হোসেন,৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এর প্রতিনিধি উপপরিদর্শক( এস,আই)মৃদুল কান্তি ভৌমিক, গণমাধ্যম প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,রত্না রানী রায় প্রমূখ।
সভায় লাখাইয়ের হাওরাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে ও আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় ধলেশ্বরী -১ ও ধলেশ্বরী -২ অংশে নদী খননের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। তাছাড়া লাখাই ইউনিয়নের কাঁচকির ঢালা বাঁধসহ বিভিন্ন হাওর রক্ষা বাঁধ নির্মানের জন্য সরজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তাবনা প্রেরনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj