স্টাফ রিপোর্টার,হবিগঞ্জ :
সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আবার নৌকা প্রতীকে ভোট দিতে জানিয়েছেন এমপি আবু জাহির।
সংসদ সদস্য বলেন, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিন। এ সময় এমপি আবু জাহির জনগণের ওয়াদা চাইলে জনতা দুই হাত তুলে উচ্চকণ্ঠে সমর্থন ব্যক্ত করেন।
গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
১৫ বছরে হবিগঞ্জ ঘুরে দঁাড়িয়েছে উল্লেখ করে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এমপি আবু জাহির বলেন, আজকে হবিগঞ্জ সারাদেশে মর্যাদা পেয়েছে। আলোকিত হয়েছে। এই আলোর পথে আরও এগিয়ে যেতে নৌকায় ভোট দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদ সভাটির সঞ্চালনা করেন।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, আওয়াম লীগের কেন্দ্রীয় আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে মিছিল সহকারে ব্যানার ফেস্টুন ও নৌকা প্রতীক নিয়ে গোপায়ার বড়ইউড়ি মাঠে জড়ো হতে থাকেন লোকজন। বিকেলে সেখানে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোপুরি আমেজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj