স্টাফ রিপোর্টার :
নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বেশি থাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক হবে,দেশের জন্য একটা ভালো নির্বাচন করতেই হবে। স্বতন্ত্র প্রার্থীরা অনেক শক্তি সামর্থ্য রাখেন। তারা সংখ্যায়ও বেশি।আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কমিশনার আরো বলেন, মন্ত্রীসহ সরকারের অতি সুবিধাভোগী ব্যক্তিরা এন্ড টু এন্ড (End to End) পুলিশ প্রটোকল পাবেন, নির্বাচনী প্রচারণায় গণ্যমান্য ছাড়া কিছু পাবেন না। বিদ্যমান আইন অনুযায়ী ৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশে ৬০০ জন এমপি থাকবেন।
সভায় প্রার্থী এড. ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যক্তিকে সুবিধা দিচ্ছে। নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। আমাদেরকে লেভেল প্লেয়িং ফিল্ড করে দিতে হবে।
উত্তরে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। সকল প্রার্থী মাঠে স্বাধীনভাবে কাজ করতে পারবেন।
এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, ইতিমধ্যে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে, কোন প্রার্থী যেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ না করে। সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। পুলিশ মাঠে কারো পক্ষে কাজ করবেনা।
জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আসিব আহসান,পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj