সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বসিয়াখাউরী গ্রামে গ্রেফতার এড়াতে খান বংশের পুরুষ শূণ্য । বাড়ি-ঘর লুটপাট করেছে বাদী পক্ষীয় তালুকদার বংশের লোকজন। গত ২২ জুন বসিয়াখাউরী গ্রামের মতুজা মিয়া ও একই গ্রামের মোশাহিদ খাঁ’র লোকজনের মধ্যে মসজিদের টাকায় গ্রামের রাস্তায় সাকো দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মতুজা মিয়ার পক্ষে আরজু মিয়া তালুকদার নিহত হয়।
এ ঘটনায় নিহত আরজু মিয়ার ছেলে আশফাক আহমদ বাদী হয়ে মোশাহিদ খাঁকে এক নম্বর আসামী করে ৩১ জনের নাম উলেখ করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার এড়াতে মোশাহিদ খাঁ’র পক্ষের ৩০/৩৫টি পরিবারের পুরুষ লোকেরা গ্রাম ছেড়ে চলে যায় । এ সুযোগে মর্তজা মিয়ার লোকজন মোশাহিদ খাঁ ও তার লোকদের বাড়িঘর থেকে গরুবাছুর,ধান চাল সোনা গহনা কাঠমাল লুটপাট করে নিয়ে যায় এবং বাড়িতে থাকা মহিলাদের বিভিন্নভাবে হুমকি ধমকী দেয়া হচ্ছে বলে মহিলারা সাংবাদিকদের জানান ।
এদিকে মোশাহিদ খাঁ’র পক্ষের আব্দুস সোবহান খাঁ মাস্টারের মেয়ে শিপ্রা খামন জানান, গ্রামের মর্তুজা মিয়ার ছেলে সাজন, মৃত দানিছ মিয়ার ছেলে মাহিনের নেতৃত্বে তাদের পক্ষের লোকজন তার বাবা ও চাচা সহ তাদের পক্ষের অন্তত ২০টি বাড়িঘর লুটপাট করেছে। নাজমা খানম জানান, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উস্থিতিতে মাহিন, সাজন ও তুহিনের নেতৃত্বে মতুর্জা মিয়ার লোকজন শুধু লুটপাটই করেনা তারা নারীদেরও মারধর করেছে। আরিফুল খানম জানান, বাড়ির আসবাবপত্র ভাংচুর, গরু-বাছুর এমনকি ভাল বিচানাপত্র পর্যন্ত নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
নাজিম খাঁ’র মামাতো ভাই সাইফুল আলম জানান, সংঘর্ষের পর নাজিম খাঁসহ তার পরিবারের পুরুষ লোকেরা গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে চলে গেলে বাড়ির দায়িত্ব নেন তিনি। তার সামনে মর্তুজা মিয়ার লোকজন আসামিদের বাড়ি ঘর লুটপাট করেছে। সাইফুল আরো জানান, এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। সরেজমিন বসিয়াখাউরী গিয়ে দেখা গেছে আব্দুস সোবহান খানের বাড়ির আসবাবপত্র,রান্নাবান্নার সকল সরঞ্জামাদি, গরু, পাওয়ার টিলার, ট্রাক্টর নিয়ে গেছে বাদীপক্ষ। একই অবস্থা মোশাহিদ খাঁ, নিজাম খাঁ, চন্দন খাঁ, দিলবর খাঁ,আব্দুল কালাম, গিয়াস উদ্দিন খাঁ জালু খাঁ, হারুন খাঁ, লিটন খাঁ, বাড়ির গরু-বাছুর, আসবাবপত্র, র্স্বণালঙ্কার সহ সব কিছু লুটপাট করে বাড়িঘর তছনছ ও দরজা জানালা ভাংচুর করেছে মতুর্জার পক্ষের লোকজন।
এদিকে মতুজা মিয়ার পক্ষে তুহিন মিয়া জানান, তারা প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট করেননি। তাদের ঘায়েল করতে প্রতিপক্ষের লোকজন লুটপাটের খবর রটাচ্ছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বাদি পক্ষের লোকজন আসামি পক্ষের বাড়িঘর লুটপাটের ঘটনায় অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। অভিযাগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, পুলিশের সামনে লুটপাটের প্রশ্নই উঠে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj