শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুরের বাসিন্দা আইয়ূব আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে পৌরবাসী আয়োজিত সারগুদাম মাঠে বিশিষ্ট মুরুব্বি এম এ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমদ অলি, জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রাহেল মিয়া সরদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, মুরুব্বি খুর্শেদ আলী, আরজু মিয়া সরদার, আব্দুল কাদির দরবেশ, নজির হোসেন, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, জালাল উদ্দিন মোহন, প্রভাষক জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিবুর রহমান, কিতাব আলী, আবুল কালাম আজাদ, ছায়েদ আলী, নুর উদ্দিন তালুকদার, মাসুক আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা আইয়ূব আলী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রমজানের পরে কর্মসূচি গ্রহণ করা হবে। সেই সাথে তার পবিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় শত শত পৌরবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj