এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বামীর সংসারে ঠাঁই না হয়ে অবশেষে যৌতুক আইনে মামলা দায়ের করেছেন পাকিস্তানী নারী মাহা বাজোয়ার।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বিচারক রাহেলা পারভীন এর আদালতে গত সোমবার (১১ ডিসেম্বর) স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন মাহা বাজোয়ার।বিচারক অভিযোগ টি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।
গেলো (১৭ নভেম্বর) বাংলাদেশে এসে স্বামীর ঠিকানার সন্ধানে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান ওই নারী। সর্বশেষ স্বামীর পাসপোর্ট থেকে তথ্য গ্রহন করে গত ৮ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার উত্তর বাজার বড়াইল বাজার এলাকার স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারের বাড়ীতে হাজির হন তিনি। সাজ্জাদ হোসেন মজুমদার ওই এলাকার সফিউল্লা মজুমদারের পুত্র। এ নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় খবরও ছাপানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দুবাইয়ের একটি বারে মাহা বাজোয়ার ও সাজ্জাদ হোসেন মজুমদার একসাথে কাজ করতেন। কাজ করার সুবাদে একে অপরের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
এক পর্যায়ে আইনী পক্রিয়ার মাধ্যমে ৩০ লাখ টাকা দেনমোহরে দুজনেই বসেন বিয়ের পীড়িতে। বিয়ের পর তাদের সংসারে জান্নাত নামে এক কন্যা সন্তান জন্ম নেয় যার বর্তমান বয়স আট।
এদিকে, চাকুরীর মেয়াদ শেষ হলে স্ত্রীকে দুবাইয়ে রেখে দেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন চতুর সাজ্জাদ মজুমদার। দীর্ঘদিন ধরে স্বামীর কোন খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে সারাদেশে ঘুরতে হয়েছে বলে জানিয়েছেন ওই পাক নারী।
মাহা বাজোয়ার বলেন, পাকিস্তানের লাহোর প্রদেশের মুলতান রোডের সাকি স্ট্রিট সৈয়দপুরের বাসিন্দা তিনি। তার বাবার নাম মকসুদ আহমেদ। স্বামীর সংসার ফিরে পেতে তিনি বাংলাদেশ যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন। তিনি স্বামীর সংসারে ফিরে যেতে চান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj