নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।
বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রনবীর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক ম. ম হাবিবুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমান, মোছাঃ জ্যোৎস্না বেগম, সদস্য সিতার মিয়া, সাইদুর রহমান সৈয়দ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুনীল দেব রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, সিসিডিএ’র প্রোগ্রাম অফিসার সমীরন্দ্র সরদার প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষকে নৈতিক জীবন-যাপনে উদ্বুদ্ধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি-পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্রনিষ্ঠা খুব দরকার। এজন্য বিদ্যমান আইনকানুন, নিয়মনীতির সঙ্গে দুর্নীতি দমনকে একটি আন্দোলন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj