বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
"ইঁদুর এর দিন হবে শেষ, গড়ব সোনার বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২৩ উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
আলোচনায় অংশ নেন ১ নম্বর লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন।
সভায় বক্তাগন বলেন বর্তমানে ইঁদুরের উপদ্রব বেড়ে চলছে।ইঁদুরের উপদ্রবে কৃষককূল দিশেহারা। ইঁদুর কৃষকের জমির ফসল কেটে সাবাড় করে দিচ্ছে। বিশেষ করে ইঁদুরের উপদ্রবে কৃষককূল বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই ইঁদুর নিধন অভিযান চালানোর মাধ্যমে ইঁদুর নিধন করতে হবে। এ ক্ষেত্রে কৃষকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
পরে চলতি মৌসুমে বোরোধান এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি র লক্ষ্যে ৩ হাজার ৭ শত কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফসী ধানবীজ, ও ১০ কেজি করে ডিএপি এবং এম,ও,পি সার বিনামূল্যে প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj