বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন বোরো মৌসুমে বোরোধান চাষাবাদ এর লক্ষ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর বেষ্টিত লাখাইয়ে সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে ইরিবোরো ধান।সময়মতো ধান চাষাবাদ করতে এরই মধ্যে বীজতলা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এ বছর বোরো মৌসুমে ৪৯৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্য মাত্রা ধরে বীজতলা তৈরির এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাইব্রিড জাতের ৮০ শতাংশ এবং উফসী জাতের ২৫ শতাংশ জমিতে বীজতলা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরোও জানা যায় এবছর ধানের জাত নির্বাচনের ক্ষেত্রে ব্রীধান-৮৮,৮৯,৯২,৯৬, ও বঙ্গবন্ধু -১০০ জাতের ধান ও হাওরাঞ্চলে হাইব্রিড ও আগাম জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
আরেও জানা যায় চলতিবৎসর লাখাইয়ে বোরো মৌসুমে চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ের প্রধান ফসল বোরোধান চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও আদর্শ বীজতলা তৈরির করতে পরামর্শ দিয়ে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগাম ও স্বল্প মেয়াদি ও বন্যা ও খরা সহিষ্ণু এবং উন্নত জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj