নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে হবিগঞ্জের চারটি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩৫ জন। গড়ে প্রতি আসনে ৮ জনেরও বেশি এ ফরম কিনলেন।
গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।
মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে গত চারদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল লোকজনের ভিড়।
নেচে-গেয়ে, মিছিল করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অনেক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতাকর্মী-সমর্থকরা।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): বর্তমান সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, ডাঃ নাজরা চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, সহকারি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মাজু মিয়া ও জামাল হোসাইন ।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): আসন থেকে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাদিকুর রহমান পরাগ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, ব্যারিস্টার এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি বানিয়াচং চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া ও অ্যাডভোকেট আবুল আজাদ।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই- শায়েস্তাগঞ্জ): আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ইঞ্জিনিয়ার সুশান্ত দাশ গুপ্ত ও রহুল আমিন মোল্লা ।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট): আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম মুসলিম, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদের পুত্র নিজামুল হক রানা, আরিফুল হাই রাজীব, যুবলীগের কেন্দ্রীয় উপ-তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মোঃ মিসির আলী, এসএম এন ইসলাম মুনির ও এসএম রিয়াজ।
তপসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ওই দিন থেকেই প্রচারণা শুরু হবে। আর ৭ জানুয়ারি হবে সারা দেশে ভোট উৎসব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj