এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রাণ কেন্দ্র মধ্য বাজার মুক্তিযোদ্ধা চত্বর নামকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।
সোমবার (১৩ নবেম্বর) বিকাল ৩টায় সরকারি সফরে অংশ হিসেবে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও হবিগঞ্জ ৪,চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি এ সকল কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,অফিসার ইনচার্জ রাশেদুল হক,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের,আবু তাহের মহালদার,সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ।
চুনারুঘাট পৌরসভার সার্বিক সহযোগিতার পৌর শহরের বিভিন্ন সড়কে আরসিসি রাস্তার উন্নয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে ব্রিজ,কালভার্টের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বক্তব্যে প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেন,বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সাংসদ নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষেের দল আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে যাত্রা অব্যাহত রাখুন।এছাড়াও প্রতিমন্ত্রী শিক্ষা, চিকিৎসা, বয়স্ক ও বিধতা,প্রতিবন্ধীসহ সর্বকপ্রকার ভাতাসহ জীবনমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক স্থানীয় জনগণ,দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj