এস এইচ টিটু :
বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধে শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। রেলপথে নাশকতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেলওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধের মধ্যে সড়ক ও রেলপথের যোগাযোগ স্বাভাবিক রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে ১২ নভেম্বর রবিবার শায়েস্তাগঞ্জ জংশনে সরেজমিন ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে অবরোধে ট্রেনযাত্রীর সংখ্যা বাড়ছে। যাত্রীদের উপচে পড়া ভিড়। সাধারণ যাত্রীরা রেলপথকে নিরাপদ মনে করছে।যাত্রীর পরিমাণ অনেক বেশি ।
রবিবার সকালে কমলাপুর(ঢাকা) থেকে আসা যাত্রী সালাউদ্দিন বললেন, অবরোধে ট্রেন সময়মতো চলছে। তাই ট্রেনে যাত্রীদের চাপ বেশি। আর যেহেতু রেলপথে এখনো কোনো নাশকতা হয়নি, এ কারণে সাধারণ যাত্রীরা রেলপথকে নিরাপদ মনে করছে।
শায়েস্তাগঞ্জ জংশনের রেলওয়ে মাষ্টার মোঃ আবুল খায়ের চৌধুরী জানান, হবিগঞ্জ জেলার মধ্যে শায়েস্তাগঞ্জ জংশন একটি গুরুত্বপূর্ণ স্থান বিএনপির ডাকা হরতাল কিংবা অবরোধে মধ্যে ও যথাসময়ে ট্রেন চলাচল করছে।রেলওয়ে পুলিশ, জিআরপি, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও আনসার (ভিডিপি) সদস্যরা সব সময় জংশনে নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে নিরাপত্তা জোরদার করতে সুযোগিতা করে যাচ্ছেন। জংশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj