স্টাফ রিপোর্টার,হবিগঞ্জ :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে একাট্টা হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এলাকার মানুষ।
গতকাল দুপুরে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর আহবানে প্রায় তিন হাজার মানুষ নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ঘোষণা করেন।
এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন এমপি আবু জাহির। ফলে বিদ্যালয়টি শ্রেণি কক্ষের সংকটসহ বিভিন্ন দুর্ভোগ লাঘব হল।
পরে সেখানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হওয়া ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। এরপর সমাবেশে উপস্থিত প্রায় তিন হাজার নারী-পুরুষ হাত তুলে তঁার বক্তব্যের প্রতি একাত্মতা পোষন করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবু জাহিরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে এমপি আবু জাহির নৌকা প্রতীকের শ্লোগান তুললে উপস্থিত লোকজনও শ্লোগান তুলেন। নৌকা প্রতীক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানে মুখড়িত হয় এলাকা।
সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তনয় পাল, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলাল প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য একইদিন ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগঁাও সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোপায়া-পাইকপাড়া রোড-নূরানী বাজার ভায়া রাঙ্গেরগাঁও সড়ক, গোপায়া-পাইকপাড়া সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন এবং শায়েস্তাগঞ্জ আর এইচ ডি হাজী গোলাপখানের বাড়ির নিকট থেকে ধুলিয়াখাল-মিরপুর ভায়া মাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক জনসভায় যোগ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj