স্টাফ রিপোর্টার ॥
মোবাইল ফোনে প্রেমের টানে কুমিল্লা থেকে এক কলেজ ছাত্রী শায়েস্তাগঞ্জে প্রেমিককে খুঁজতে এসে বিপাকে পড়েছে। অবশেষে দুইজনকেই পুলিশ আটক করে। তবে মেয়ের বয়স কম হওয়ায় পুলিশকে অসুবিধায় পড়তে হয়েছে। এ ঘটনায় সর্বত্র আলোচনার ঝড় বইছে।
জানা যায়, সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের আব্বাস আলীর পুত্র প্রাণ কোম্পানীর শ্রমিক সাইফুল (১৮) এর সাথে রং নম্বরে পরিচয় হয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লালকল গ্রামের আবুল হাসেমের কন্যা চৌদ্দ গ্রাম সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী মেহের আফরোজের (১৭)। এক পর্যায়ে সাইফুল নিজেকে প্রাণ কোম্পানীর জিএমের পুত্র পরিচয় দিয়ে এক বছর ধরে সম্পর্ক চালিয়ে যায়।
গতকাল সোমবার ভোরে উদয়ন ট্রেনে ঘর বাঁধার আশায় মেহের আফরোজ কুমিল্লা থেকে শায়েস্তাগঞ্জ চলে আসে। শায়েস্তাগঞ্জ প্লাটফর্মে অপেক্ষা করতে করতে সকাল ১০ টার দিকে সাইফুলও স্টেশনে আসে।
তাদের চলাচল সন্দেহ হলে রেলওয়ে পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করে। এদিকে খবর পেয়ে বিকাল ৫টার দিকে উভয়পক্ষের অভিভাবকরা থানায় আসে এবং মিমাংসার চেষ্টা করে। পরে বিয়ের চিন্তা ভাবনা করে। কিন্তু মেয়ে পক্ষ রাজি না হলে এবং মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ হয়নি। এ নিয়ে পুলিশ পড়ে বিপাকে।
অবশেষে বিয়ে ছাড়া সমাধান হওয়ায় মুচলেকা রেখে যার যার পরিবারের জিম্মায় তাদের দেয়া হয়।
এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহমেদ জানান, প্রেম সংক্রান্ত কারণে এমনটা হয়েছে। বয়স কম হওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj