চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম চুনারুঘাট উপজেলার সরকারি কর্মকর্তা, মেয়র, ইউপি চেয়ারম্যনসহ স্থানীয় গনমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।
সহকারি কমিশনার তন্ময় ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, আলহাজ্ব শামছুন নাহার চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাষ্টার, মুক্তিযুদ্ধা কমান্ডার আঃ সামাদ, বাজার কমিটির সভাপতি হাজী আবুল হোসেন আকল মিয়া, প্রনয় পাল ও চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, প্রত্যেকের নিজেদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিশ্চিত করলে সমাজ পবির্তন হবে এবং দেশের উন্নয়ন হবে। তিনি চুনারুঘাটের সীমান্ত পথে মাদকসহ চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা চেয়ে এগুলো কঠোর হাতে ধমনের নির্দেশনা দেন।
প্রধান অতিথি চুনারুঘাটের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সকল ইউপি চেয়ারম্যানকে আরো দায়িত্বশীল ও ইউনিয়নের ১৩টি স্ট্যান্ডিং কমিটি কার্যকর করার আহবান জানান। চা বাগান ও সীমান্ত অধ্যূষ্যিত চুনারুঘাট উপজেলার শিক্ষার উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার সকল শিক্ষককে এগিয়ে আসার আহবান জানান। কর্মসংস্থানের ক্ষেত্রে চুনারুঘাটের চান্দপুর চা বাগানের পাশে ইকনোমিক জোন গঠনে তিনি সক্রিয় ভুমিকা রাখার পাশাপাশি বাল্লা স্থল বন্দরের উন্নয়নেও কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের দর্পন। আপনার যদি আপনাদের লেখনির মাধ্যমে ভালকাজ ও কিংবা উন্নয়নের কথা তুলে ধরেন,তাহলে যিনি এ কাজ করবেন তিনি আরো উৎসাহী হবেন।
পরে জেলা প্রশাসক উপজেলা ভুমি অফিস, চুনারুঘাট থানা এবং সদর ইউনিয়ন তহশীল কার্যালয় পরিদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj