আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্থানে থাকার জন্য আহবান জানানো হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
৩১ অক্টোবর (মঙ্গলবার)সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম চৌধুরী বলেন,দেশের সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। জনপ্রতিনিধিগণ এবং প্রশাসন সকল বিষয়ে সমন্বয় করবেন।
দেশকে অস্থিতিশীল করে দেশের মানুষের জান ও মালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
পুলিশ প্রশাসনের প্রতি নিরীহ নিরপরাধ ব্যাক্তিদের প্রতি কোনরকম হয়রানি না করে প্রকৃত অপরাধীদেরকে কঠোরভাবে দমনের জন্য আহবান জানিয়েছেন।
সভায় উপস্থিত বক্তারা পল্লী বিদ্যুৎতের বৈষম্যমূলক আইনের সমালোচনা করে বক্তব্য রাখেন।
এ সময় মাদক,জুয়া ও চুরি-ডাকাতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।
অপ্রাপ্ত বয়স্ক চালকদের দিয়ে টমটম মিশুক চালানো বন্ধের জন্য আহবান জানানো হয়।
বাজার মনিটরিং বৃদ্ধি ও লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার,নিম্নমানের ঔষধ বিক্রেতা ও সনদ বিহীন চিকিৎসকদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণের জন্য ও আহবান জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, আহাদ মিয়া,মঞ্জু কুমার দাস,মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম,সাদিকুর রহমান,জয়কুমার দাস,আনোয়ার হোসেন,ফরিদ আহমেদ,শেখ মিজান,এরশাদ আলী,আরফান উদ্দিন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস,উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,পল্লী বিদ্যুৎ এজিএম কম মো: আবুল হাসান, প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদ নেতা স্মৃতি চ্যাটার্জি কাজল,উপ প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj