নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবু ছালিক নামে এক যুবক হত্যাকান্ডের ঘটনায় একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম এর বিচারক মোঃ আজিজুল হক গতকাল সোমবার বিকেলে এ রায় দেন। দন্ডিত আসামী ওই উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ আলীর ছেলে লকুজ মিয়া (৩৭)।
উক্ত মামলার বাকি ২৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার বিচার চলাকালে অপর ৫ জন আসামী মৃত্যুবরণ করায় তাদেরকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ জানান, মামলার ১২ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি বলেন, একই সাথে দন্ডিত আসামীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উক্ত টাকা তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ওই উপজেলা শিবপাশা গ্রামের আবির হোসেনের সাথে কিছু জমি নিয়ে মজিবুর রহমান চৌধুরীর আদালতে মামলা মোকদ্দমা চলছিল। ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে বিরোধপূর্ণ জমিতে মজিবুর রহমান চৌধুরী কাজ করতে যান। এ সময় আবির হোসেন ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন মজিবুর রহমান চৌধুরীর শ্যালক আবু সালেক (৩৫) ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। ৩০ জনের মধ্যে ইতিমধ্যে ৫ আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় ২ আসামি পলাতক ছিল তারও খালাস পায়।
মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর মাহবুবুল আলম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার যে এখনো বাংলাদেশে আছে তাই প্রমাণিত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj