স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে তিনি পৌরসভার কার্যালয়ে পৌঁছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল মনসুর, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী পৌরসভার বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজ খবর নেন। পৌরসভার চলমান প্রকল্প ও উন্নয়ন কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও পৌরসভার দীর্ঘদিনের আবর্জনা স্তুপ অপসারণ ও নতুন ডাম্পিং স্টেশন স্থাপন সম্পর্কে আলোচনা করা হয়। ভবিষ্যতে ডাম্পিং স্টেশনের রাস্তাসহ অন্যান্য উন্নয়ন কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়।
হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানদের সাথে আলোচনা করেন বিভাগীয় কমিশানার। তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে কাজ করলে মেয়রের পক্ষে পৌরসভাকে এগিয়ে নেয়া সহজ হবে।’ এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj