আব্দুর রাজ্জাক রাজু :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে কিছু লোক আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে মার্কিন মুল্লুক নিয়ে আসতে চায়। এদেশে ভোট মার্কিন মুল্লুক দিবেনা, ভোট দিবে দেশের জনগণ। তাই সরকারকে ভয় দেখিয়ে লাভ নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে ভোট হবে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের উদ্ধোধনকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের বড় শক্তি হচ্ছে সচিব ও জেলা প্রশাসক। তারাই মাঠ পর্যায়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকেন। সরকার মিডিয়ায় প্রচারে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। দেশে এখন আর কোন অজপাড়া গা বলে কিছুই নাই। দেশের সকল এলাকায় ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় ৩১ বেডের হাসপাতালকে ৫০ বেডের হাসপাতালে রুপান্তর করেছে।চুনারুঘাট হাসপাতাল কে ৫০ থেকে ১০০ শয্যা করার ঘোষনা দেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যর ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য নিশ্চিত করনের জন্য গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও পঞ্চাশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, হবিগঞ্জ পৌরসভা মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মল চক্রবর্তী,স্থানীয় শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ডেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj