স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু দেশে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তঁাকে সপরিবারে হত্যার পর দেশবিরোধীরা সম্প্রীতির চেতনা মুছে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা হতে দেননি। তিনি বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করেছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল জেলা শহরে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব ও শোভাযাত্রা শেষে প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সারাদেশে অনন্য উদাহরণ। দেশজুড়ে বিকেলের মধ্যেই প্রতীমা বিসর্জন শেষ হলেও এখানে রাতের বেলা শান্তিপূর্ণভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ হবিগঞ্জ পৌর কতর্ৃপকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও কাউন্সিলর গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, সহকারি পুলিশ সুপার শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রমুখ।
এর আগে শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমীর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ শহরে শোভাযাত্রা চলাকালীন সড়কের পাশে দঁাড়িয়ে থেকে আওয়ামী পরিবারের পক্ষ থেকে পূজারীদের শুভেচ্ছা জানান এমপি আবু জাহির। তিনি পূজোর শুরু থেকে শেষ পর্যন্ত তিন উপজেলার দেড় শতাধিক পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj