স্টাফ রিপোর্টার :
ইসরাইল কর্তৃক শান্তিকামী ফিলিস্তিনের উপর বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৪নং ইউনিয়ন পরিষদের সামনে এক পথসভায় মিলিত হয়। ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালণায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা শায়খুল হাদিস মখলিছুর রহমান, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা আব্দুল অলি, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহসভাপতি হাফেজ মাওলানা শাহ্ খলিল আহমদ, মাওলানা শায়খ ইকবাল হোসাইন ও মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী।
সভায় বক্তাগণ বলেন, দখলদার ইজরাইল কর্তৃক শান্তিকামী ফিলিস্তিনের উপর বর্বরোচিত বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের উপর বোমা মেরে হত্যা করা হচ্ছে তা গণহত্যার শামিল। সময় এসেছে স্বাধীন ফিলিস্তিন গঠন করার। বিশ্বে প্রায় ২শ’ কোটি মুসলমানদেরকে ইমান ও তাহজিব-তামুদ্দুনের ক্ষেত্রে সোচ্ছার হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ফোরামের সহসভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহির উদ্দিন সোহেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর খান পিয়ার, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আলতু,
প্রচার সম্পাদক মাওলানা মোজাম্মিল হোসেন, দেওয়ান শোয়েব রাজা, সিনিয়র সদস্য সাংবাদিক আব্দাল মিয়া, হাফেজ আলা উদ্দিন, আক্তার মিয়া, মোঃ দেলোয়ার লস্কর, হাবিবুর রহমান, হাফেজ আল আমিন, শেখ মোঃ আল আমিন, হাফেজ তোফাজ্জুল হোসেন ও মাহমুদ আলীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj