স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূরাসুন্দা গ্রামের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচাঁন বাগানে উত্তর সীমানায় বসছে জমজমাট জুয়ার আসর। এতে প্রতিরাতে লাখ লাখ টাকা উড়ে ওই জুয়ার আসরে।
কতিপয় ব্যক্তি ওই জুয়ার আসরের নিয়ন্ত্রণ কর্তা। এরা বিভিন্ন সেক্টরকে ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছে জুয়ার খেলা। ওই আসরে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, বি-বাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ থেকে লোকজন আসে জুয়া খেলতে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিন দুপুর ২ টার পর থেকেই ওই এলাকায় অপরিচিত লোকজনের আনাগুনো লক্ষ্য করা যায়। এরা ওই সব এলাকা থেকে ব্যক্তিগত দামী গাড়ি ছাড়াও মাইক্রো, কার, মোটর সাইকেল যোগে এসে থাকে জুয়া খেলতে। তা চলে ভোর রাত পর্যন্ত।
জুয়ার আসর নির্বিঘনে করতে বিভিন্ন পয়েন্টে রয়েছে পাহারায় লোকজন। আইন শৃংখলা বাহিনীর আনাগোনা দেখলেই খবর পৌছে যায় নিয়ন্ত্রণ কর্তাদের নিকট।
এ জুয়ার আসর এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এ জুয়া খেলার কারণে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। প্রায়ই ওই এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, এই জুয়ার আসরের ফলে পার্শবতী গ্রাম নূরপুর ইউনিয়নের পূরাসুন্দা গ্রামে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটে এবং এই পর্যন্ত ৬ মাসে প্রায় ৪০ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।
এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সাধারণ জনগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj