স্টাফ রিপোর্টার :
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা পরীক্ষিত মানুষটির নাম অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের সময় গুরুতর আহত হয়েছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াই করে ভাগ্যক্রমে বেঁচে যান। তবে আজও তাকে অসহ্য যন্ত্রনা দেয় সেই গ্রেনেডের স্প্লিন্টার। প্রায় ১৬ বছর ধরে শরীরজুড়ে অনেক স্প্লিন্টার নিয়ে রাজনীতি করছেন। নিজের জীবন উৎস্বর্গ করেছেন হবিগঞ্জবাসীর জন্য।
কথাগুলো হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মুরুব্বীয়ান ও রাজনৈতিক সংগঠনের নেতাদের। গতকাল তঁারা এসব কথা বলেন যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে পৃথক তিনটি জনসভায়।
বক্তারা আরও বলেন, অ্যাডভোকেট মোঃ আবু জাহির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জবাসী যা পেয়েছে; তা চিন্তার বাইরে। এই ধারা অব্যাহত রাখতে এমপি আবু জাহিরকে ধরে রাখতে হবে। মোট কথা হবিগঞ্জবাসীর উন্নয়নের এমপি আবু জাহির এর বিকল্প নেই।
এর আগে এমপি আবু জাহির যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে তিনি পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সংসদ সদস্য বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়; যার প্রমাণও শেখ হাসিনা রেখেছেন।
তিনি আরও বলেন, বাংলার মানুষ শান্তি চায়। বিএনপি-জামায়াত জোট যত ষড়যন্ত্র করুক; বাংলার মানুষ কোনো অবস্থায় শান্তি বিঘ্নিত হতে দেবে না। এজন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।
পৃথক জনসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউপি চেয়ারম্যান কায়সার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা কয়সর রহমান, আহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া প্রমুখ।
পৃথক তিনটি জনসভা উপলক্ষে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সকাল থেকেই সভাস্থলে উপস্থিত হতে থাকেন। প্রতিটি জনসভায় এলাকার নারী-পুরুষদের ঢল নামে। এ সময় এমপি আবু জাহির আগামী নির্বাচনে লোকড়া ইউনিয়নবাসী অতীতের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে আছেন কি না জানতে চাইলে উপস্থিত লোকজন হাত তুলে তঁার বক্তব্যের প্রতি সমর্থন জানান। জনসভায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj