নিজস্ব প্রতিবেদক :
‘শিশুরাই দেশের ভবিষ্যৎ’ কথাটি শুধু বই-খাতা আর বক্তৃতামালায় সীমাবদ্ধ। সর্বনাশা মাদক কেড়ে নিচ্ছে তাদের স্বপ্নময় শৈশব-কৈশোর।
পথশিশুরা মাদকের টাকা সংগ্রহের জন্য জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানান অপরাধে। এ অবস্থা থেকে তাদের যেন ফেরানোর কেউ নেই।
এসব মাদকাসক্তদের কাছে সবচেয়ে ‘প্রিয়’ নেশার নাম ‘ড্যান্ডি’। সহজলভ্য হওয়ায় শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ঘটেছে এর বিস্তৃতি।
শায়েস্তাগঞ্জ পৌরশহরের ছিন্নমূল শিশুরা ‘ড্যান্ডি’র নেশায় বেশি আসক্ত।শায়েস্তাগঞ্জ জংশনের বিভিন্ন স্থানে প্রতিদিন দেখা মেলে তাদের। এসব শিশুর বয়স ১০ থেকে ১৬ বছর।
প্রত্যেকের হাতে টোকাইয়ের ঝোলার পাশাপাশি দেখা যায় একটি পলিথিন। কিছুক্ষণ পর পর মুখের সামনে পলিথিনটি ধরে শ্বাস নেয় তারা। পলিথিনের ভেতরে থাকে হলুদ রঙের কিছু বস্তু। এই নেশার নাম ‘ড্যান্ডি’।
পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ড্যান্ডি সেবন করে এসব শিশু-কিশোররা। জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশন (আঠা) পলিথিনে ভরে কিছুক্ষণ পরপর মুখের সামনে নিয়ে শ্বাস টেনে নেশা করতে দেখা যায় তাদের। এতে মাথা ঝিম ঝিম করে বলে জানায় কয়েকজন পথশিশু।
সরজমিনে গিয়ে দেখা যায় শায়েস্তাগঞ্জ জংশনে অধিকাংশই পথশিশু ড্যান্ডি আসক্ত।
যেভাবে দ্রুততার সঙ্গে ড্যান্ডি সেবনের মাত্রা বেড়ে যাচ্ছে তা রোধ করতে না পারলে পরবর্তীতে মহামারি আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj