রায়হান আহমেদ :
হবিগঞ্জে চা-শ্রমিকদের দফায় দফায় কর্মবিরতি চা-শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শ্রমিকরা কর্মবিরতি দিলেই মোটা অঙ্কের টাকা লোকশান গুনতে হয় কর্তৃপক্ষকে। তবে তাদের ন্যায্য দাবী-দাওয়া আদায় করে নিতে এ ছাড়া কোনো উপায়ন্তর নেই বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে চা বাগানের একটি সূত্র জানায়, শ্রমিকদের মধ্যে সঠিক নেতৃত্বের কোন্দলে ঘন ঘন কর্মবিরতিতে ধাবিত হচ্ছেন চা শ্রমিকেরা। ফলে মেনুফেকচারিং এর অভাবে নষ্ট হচ্ছে কাঁচা চা পাতা ও উৎপাদন ক্রমেই কমছে।
জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগান, ফাঁড়ি বাগান গিলানি, রঘুনন্দন এবং লাল চান্দ চা-বাগান শ্রমিকদের ১৯ মাসের এরিয়া বিল প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়াও দুর্গাপূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২শ’ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা রয়েছে।
শ্রমিক নেতারা জানান, ২১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হয়ে শেষ হবে ২৪ অক্টোবর। কিন্তু মালিকপক্ষ বারবার তারিখ করেও শ্রমিকদের এরিয়া ও বোনাসের প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করেনি। সর্বশেষ গত ২ অক্টোবর মালিকপক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের একটি চিঠি দেয়। দেওন্দি চা বাগানের ম্যানেজিং ডাইরেক্টর এম ওয়াহিদুল হক সাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ অক্টোবর মালিকপক্ষ টাকা পরিশোধ করেনি।
এজন্য চুনারুঘাট উপজেলার দেওন্দি চা-বাগান ও লালচান্দ চা-বাগানে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। যার কারণে চা পাতা নষ্ট হওয়া সহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ অক্টোবর) প্রায় ১৫শ' শ্রমিক ও বৃহস্পতিবার শ্রমিকদের একাংশ এ কর্মবিরতি পালন করেছে বলে জানা গেছে।
বোনাস ও এরিয়ার টাকা বিতরণ করা হচ্ছে নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, বাগানের উৎপাদন খুবই খারাপ। বাজারে চায়ের মূল্য কম থাকায় বাগানে আয় একেবারে কমে গেছে। ফলে পাওনা টাকা যথা সময়ে দেয়া সম্ভব হচ্ছে না। দুর্গাপূজায় চা শ্রমিকদের টাকা লাগবে, এটাই স্বাভাবিক। তবে পূজা শুরু হতে আরও ০৮ দিন বাকী আছে। কর্তৃপক্ষ ধাপে ধাপে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করতে চাচ্ছেন। তিনি আরো জানান, কাঁচা চা পাতা মেনুফেকচারিং করতে ১৪-১৫ ঘন্টা সময় লাগে। এর বাইরে গেলে পাতা নষ্ট হয়ে যায়। এ কর্মবিরতিতে দুই দিনে অর্ধকোটি টাকার চা পাতা নষ্ট হয়ে গেছে।
লাল চান্দ চা-বাগানের শ্রমিক রতন বাউরি বলেন, সারা বছর চা বাগানে কাজ করে আশায় থাকি দুর্গাপূজায় সন্তানদের ভালো কাপড় কিনে দেব। অথচ দুর্গাপূজা আসার আগেই পাওনা টাকা নিয়ে প্রতিবার টাল-বাহানা করে মালিকপক্ষ।
দেওন্দি চা-বাগানের সুজিত বাউরি বলেন, সকল বাগানে চা উৎপাদন কম হয়েছে। মৌলভীবাজার মিরথিংঙা চা বাগান থেকে এক ট্রাক কাঁচা চা পাতা দেউন্দি চা কারখানায় এসেছে। কিন্তু শ্রমিকরা কর্মবিরতি পালন করায় কাঁচা চা পাতা নষ্ট হয়ে গেছে।
লস্করপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি বলেন, কোম্পানির মালিকদের বিভিন্ন সময় বিভিন্ন টাল বাহানা শুনতে শুনতে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj