স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও প্রয়োজনীয় পদসৃজনসহ ন্যায্য দাবিতে ১০ অক্টোবর হতে আজ ১২ অক্টোবর পর্যন্ত তিনদিন সারাদেশের সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন।
হবিগঞ্জ জেলার তিনটি সরকারি কলেজেও উক্ত কর্মসূচি পালিত হয়। এ ছাড়াও তিনশো পঞ্চাশটি আসনের মাননীয় সংসদ সদস্যগণের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি হবিগঞ্জ জেলা শাখা ১০ অক্টোবর সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং ১১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি (হবিগঞ্জ ৪) হাতে স্মারকলিপি প্রদান করে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল চারটায় বৃন্দাবন সরকারি কলেজের উন্মুক্ত ক্যাম্পাসে একটি সভার মাধ্যমে তিনদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর, উপাধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন আহমেদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জিয়া আরেফিন আজাদ, সাংগঠনিক সচিব জনাব মোঃ তোফাজ্জল আলী, হবিগঞ্জ জেলা ইউনিটের সহ সভাপতি এ কে এম হারুনর রশীদ, বৃন্দাবন কলেজ ইউনিট সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জেলা কমিটির যুগ্ম সম্পাদক মিলি আক্তার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
যুগ্ম মহাসচিব জিয়া আরেফিন আজাদ বলেন, বিদ্যমান প্রকট ক্যাডার বৈষম্যের পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত পদসমূহে ভিন্ন পেশার অনুপ্রবেশ ঘটেছে।
সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি প্রণয়নের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অস্তিত্বে আঘাত করা হয়েছে। সরকারের মেয়াদের শেষ সময়ে এই কাজগুলি যারা করছেন অস্থিতিশীলতা সৃষ্টি দায় তাদেরকেই নিতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj