আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা মঙ্গলবার(১০অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এফ,এ,এম শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, থানার ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান, মাধবপুর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এজিএম আজহারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, চেয়ারম্যান আলাউদ্দিন , মীর খোরশেদ, মাসুদ খান,সৈয়দ সোহেল, সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান,আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুল হাসান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, সাংবাদিক আজিজুর রহমান জয়, সাংবাদিক এরশাদ আলী, সাংবাদিক শংকর পাল চৌধুরী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক অঞ্জন বনিক,উপজেলা হিন্দু - বৌদ্ধ ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি হরি বাবু, উপজেলা কমপ্লেক্স মসজিদে ইমাম মাওলানা হাসান মিয়া,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
থানার ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান বলেন, উপজেলায় ১১টি ইউনিয়নের ১০৭ ও পৌরসভা ১৩টি সহ মোট ১২০ টি পূজা মন্ডপের পূজা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি থাকবে।কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান বলেন, পূজা চলাকালীন সময় যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমার নাম্বার ২৪ ঘন্টা খোলা আছে। এবং সাত্ত্বিক পূজার লক্ষ্যে ডিজে গান বন্ধ রাখতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার সমান অধিকার,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দুর্গাপূজা সামনে রেখে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সকলে সতর্ক থাকতে বলেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj